Desher Khabor
ঢাকাশনিবার , ১৫ অক্টোবর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপু‌রের শিবচ‌রে ৭শত ৫ পিচ ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার

madaripurbarta
অক্টোবর ১৫, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শিবচর প্রতি‌নি‌ধি:

মাদারীপু‌রের শিবচ‌রে ৭শত৫‌ পিচ ইয়াবাসহ হাসান কাজী না‌মের এক মাদক কারবারীকে গ্রেফতার ক‌রে‌ছে শিবচর থানা পু‌লিশ। এসময় ইয়াব‌া বি‌ক্রির নগদ ১৯হাজার টাকা জব্দ ক‌রে পু‌লিশ। সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার আ‌নিসুর রহমান ও শিবচর থানা অ‌ফিসার ইনচার্জ মোঃ মিরাজ হো‌সেন এর নেতৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি দল শ‌নিবার ভোররা‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে ওই মাদককারবারী‌কে গ্রেফতার ক‌রে।

আটককৃত হাসান কাজী ফ‌রিদপুর জেলার ভাঙ্গা থানার বা‌লিয়া গ্রা‌মের কুদ্দুস কাজীর ছে‌লে। সে শিবচর উপ‌জেলার কাঠালবাড়ী ইউ‌নিয়‌নে শশুর বাড়ী‌তে ওই ইয়াবাসহ অবস্থান কর‌ছি‌লো।

শিবচর থানা সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে শ‌নিবার ভোররা‌তে শিবচর উপ‌জেলার কাঠালবাড়ী ইউ‌নিয়‌নের হাজী ওমর আলী বেপারী কা‌ন্দি গ্রা‌মে অ‌ভিযান চালায় পু‌লিশ। অ‌ভিযানকা‌লে মাদককারবারী হাসান কাজী‌কে ৭শত৫‌পিচ ইয়াবা ও নগদ ১৯হাজার টাকাসহ আটক ক‌রা হয়।

সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার আ‌নিসুর রহমান জানান, সংবাদ পে‌য়ে ভোররা‌তে শিবচর থানার ও‌সিসহ পু‌লি‌শের এক‌টি চৌকস দল নি‌য়ে অ‌ভিযান চালাই। অ‌ভিযা‌নে ওই মাদককারবারী‌কে ৭শত৫ পিচ ইয়াবাসহ আটক কর‌তে সক্ষম হই। এ বিষয় এক‌টি মাদক মামলা করে আসামী‌কে আদাল‌তে প্রেরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।