Desher Khabor
ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরের নড়িয়ায় অনিয়ম-দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ মেম্বারের অনাস্থা

madaripurbarta
জানুয়ারি ২২, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ সরদারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের ১২ মেম্বার একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তারা চেয়ারম্যানের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। এতে ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের বিভিণœ উন্নয়নমূলক প্রকল্পসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
লিখিত অভিযোগে জানা গেছে, আব্দুল আজিজ সরদার চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই ইউনিয়ন পরিষদের আওতাধীন টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দকৃত অর্থ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চেয়ারম্যান তার নিজের ইচ্ছেমত একক সিদ্ধান্তে বাস্তবায়ন করে আসছেন। চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার পরিষদের নির্বাচিত মেম্বারদের সাথে কোনো বিষয়ে সমন্বয় না করে তার মতিমর্জি অনুযায়ী কাজ বণ্টন করেন। এছাড়াও আব্দুল আজিজ সরদার ইউনিয়নের নাগরিকত্ব, ওয়ারিশ ও জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ দিতেও অবৈধভাবে নগদ অর্থ দাবি করেন। ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম মাল জানান, চেয়ারম্যান তার নিজের ইচ্ছেমত পরিষদের কাজ করে থাকেন। আমাদের কাছ থেকে আগেই রেজ্যুলেশনে স্বাক্ষর নিয়ে যান। তারপর কোন বরাদ্দ কোন স্থানে যায়- সেটা আমরা ইউপি সদস্যরা কেউ জানতে পারিনা। ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী ঢালী জানান, গত এক বছরে যে বরাদ্দ এসেছে পরিষদে, সেই বরাদ্দ চেয়ারম্যান তার ইচ্ছেমত বণ্টন করছেন এবং সিংহ ভাগ কাজ তিনি নিজেই বাস্তবায়ন করেছেন। এছাড়া ইউনিয়নের নাগরিকত্ব, ওয়ারিশ ও জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ দিতেও অবৈধভাবে আমাদের মাধ্যমে নগদ অর্থ দাবি করেন। এ ব্যাপারে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার, মুঠোফোনে বলেন, বিষয়টি তো মেম্বারদের সাথে মীমাংশা করে ফেলেছি। শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান স্থানীয় সাংবাদিকদের জানান, এ বিষয়ে তিনি কোনো কিছু জানেন না। তার কাছে কোনো অভিযোগের কাগজ আসেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।