Desher Khabor
ঢাকারবিবার , ৬ মার্চ ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

আধিপত্য বিস্তার ও নির্বাচনী পরর্বতী সহিংসতায় মাদারীপুরে এক যুবককে কুপিয়ে হত্যা

madaripurbarta
মার্চ ৬, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে ও নির্বাচনী পরর্বতী সহিংসতা কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কাওসার দর্জী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে । এসময় আহত হয় ১০/১৫ জন। শনিবার (৫ মার্চ) রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত কাওসার দর্জি উত্তর ঝিকরহাটি এলাকার ইদ্রিস দর্জীর ছেলে।

জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটমাঝি ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে ইকবাল দর্জী ও আলিম দর্জী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে ইকবাল দর্জী জয়লাভ করে। নিহত কাওসার দর্জী ইকবাল দর্জীর সমর্থক ছিলো। গতকাল রাতে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে আলিম দর্জীর সমর্থক ও ইকবাল দর্জীর সমর্থকদের সংঘর্ষ বাঁধে। ঘটনায় সময় কয়েকটি ঘরবাড়ি ভাংচুর ও হাত বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষের এক পর্যায়ে আলিম দর্জির সমর্থকেরা কাওসার দর্জিকে কুপিয়ে আহত করে । পরবর্তীতে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, দু’পক্ষের সংঘর্ষে এক যুবক মারা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আমরা ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।