বরিশাল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা রামনাবাদ নদী থেকে শনিবার (২৯ এপ্রিল) বেলা সারে দশটার রামনাবাদ নদীর তালেব মিয়ার স্লুইসগেটের ছৈলা বনের বাগানের নদীর পার থেকে পৌর- সভার ৬ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার গৃহবধূ জাহানারা বেগমের লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
পরে গলাচিপা থানা পুলিশ খবর পেয়ে এসপি সার্কেল ও গলাচিপা থানা পুলিশ গিয়ে লাশ উদ্বার করে।
এবিষয়ে মৃত জাহানারা বেগমের বড় ছেলে সিরাজুল ইসলাম গলাচিপা থানায় অজ্ঞত নামে আসামী করে একটি মামলা এজাহারের আবেদন করেন। সেখানে তার মাকে কে বা কাহারা শ্বাস রোধ করে হত্যা করেছে, এছারা তার গলায় আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছে বলেও উল্লেখ করেন। মৃত জাহানার ৩ নং ওয়ার্ডের জাকির হোসেনের স্ত্রী।
এব্যাপারে গলাচিপা থানার ওসি এৃ,আর শওকত আনোয়ার ইসলাম জানানা, আমরা গৃহবধু জাহানার ওরেফে (জানু) এর মৃতদেহ তালেব মিয়ার স্লুইসগেটের পাশে ছৈলাবাগান থেকে উদ্বার করেছি। বিষটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নিহতের বড় ছেলে অজ্ঞত আসামী করে তার মায়ের হত্যার বিচার চেয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.