গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার নন্দন পট্টি গ্রাম ঈদগাহ এলাকা থেকে বুধবার রাতে ১৬০ বোতল ফেনসিডিল সহ মাদক বিক্রেতা পিতা ইদ্রিস মোল্লা (৫৫) ও পুত্র সুমন মোল্লা (৩০)কে গ্রেফতার করেছে গৌরনদী মডের থানা পুলিশ। তারা গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা ।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক শাহজাহান ও সহকারী উপ-পরিদর্শক হুমায়োন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে উপজেলার নন্দন পট্টি গ্রামের ঈদগাহ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা সুমন মোল্লা ও তার পিতা ইদ্রিস মোল্লা পেয়ারার ঝুড়ি নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া করে পেয়ারার ঝুড়ির মধ্যে লুকিয়ে রাখা ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং সুমন মোল্লা ও তর পিতা ইদ্রিস মোল্লাকে ১৬০ বোতল ফেনসিডিল সহ আটক করে।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক শাহজাহান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে আটককৃত পিতা-পুত্রকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।