গৌরনদী প্রতিনিধি:
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার মৎস্যজীবিদের পূনর্বাসনের লক্ষ্যে ১৫টি পরিবারের মাঝে দুইটি ছাগল ও একটি করে ছাগলের ঘর, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা চত্বরে মৎস্য কর্মকর্তা আবুল বাসারের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা সহ অন্যান্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।