বরিশাল প্রতিনিধি:
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের উপর বরিশাল থেকে ছেড়ে আসা প্রাইভেট কার ও আল্লাহর রহমত নামে পটুয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১২জুলাই) দুপুর আড়াইটার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া কাঠের পোল এলাকায় ঘটনাটি ঘটে।
পরে স্থানীয়বা ও ফায়ার সার্ভিসের কর্মীরা সূত্রে জানা গেছে প্রাইভেট কারের মধ্যে থাকা ৪ জন যাত্রী ও ড্রাইভার গুরুতর আহত হয়েছে। অপরদিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ায় বাসে মধ্যে থাকা যাত্রীদের মধ্যে ১৫/২০ জন গুরুতর আহত হয়। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
সড়ক দুর্ঘটনাস্থানে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে। এখন পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.