মাসুদ সরদার, গৌরনদী:
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
সোমবার (৩ অক্টোবর) বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানা সার্জেন্ট মাহবুবুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশাল থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে গৌরনদী থেকে বরিশালগামী একটি টরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.