বরিশাল প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে এন.আর.বি.সি ব্যাংক টরকী শাখা নিয়ে ব্যাংকের ১০১ তম শাখা শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
আজ দুপুরে উপজেলার টরকী বন্দরের চক্রবর্তী ভবনের দ্বিতীয় তলায় এন.আর.বি.সি ব্যাংক এর হল রুমে ব্যাংকের আয়োজনে এন.আর.বি.সি ব্যাংক এর পরিচালক একেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নার আবেদীন, গৌরনদী মডেল থানার ওসি তদন্ত হেলাল উদ্দিনসহ অন্যান্যরা।
এই এন.আর.বি.সি (ঘজইঈ ইঅঘক) এ কেন একাউন্ট খুলবেন এর সুবিধাটাই বেশি এই ব্যাংক অধিনে একটা এপ্স গ্রাহকদের দেওয়া হবে, এপ্স নাম প্লানেট (চখঅঘঊঞ) যাহাতে আপনি নিজ ঘরে বসে ব্যাংকের লেনদেন কার্যক্রম করা যাবে, এই ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং নগদ,বিকাশ, রকেট, বিদ্যুৎ বিল,পানির বিল, মোবাইলে প্লেগজি সহ চেক ছাড়া কোর্ড দিয়ে লেনদেন করা যাবে বলে জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.