শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুরুজ্জামান (৩৪) নামের মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৫টার সময় শিবচ-শেখপুর আঞ্চলিক সড়কের মির্জাকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান, সদর উপজেলার আদিত্যপুর গ্রামের আব্দুর রব ফকিরের ছেলে। এসময় মোটরসাইকেলের অপর আরোহী সামিম হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, মাদারীপুর সদরের নিজ বাড়ি থেকে তাবলীগ জামাতে যাবার উদ্দেশ্যে আপন ভায়রা সামিম হোসেন কে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে রওনা দেয় নুরুজ্জামান। পথিমধ্যে শেখপুর এলাকার মির্জাকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাক্কার তলে আটকে যায় নুরুজ্জামান পরে শিবচর ফায়ারসার্ভিসের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু আসার পথে তার মৃত্যু হয়।
শিবচর থানার ওসি মোহাম্মদ আনোর হোসেন বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ড্রাইভার-হেলপার ঘটনার পরই পালিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.