Desher Khabor
ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে শিশুকে বলৎকারের অভিযোগ; থানায় মামলা 

madaripurbarta
এপ্রিল ১৪, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরের এক অটো মেকানিকের বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক শিশুকে বলৎকার করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় (১৩ এপ্রিল) বৃহস্পতিবার রাতে শিশুটির পিতা খালেক হাওলাদার বাদী হয়ে অটো মেকানিক রাসেল হাওলাদার(২৩) বিরুদ্ধে শিবচর থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত রাসেল হাওলাদার উপজেলার উমেদপুর ইউনিয়নের চররাইকান্দি ৯নং ওয়ার্ডের আমির হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকার একটি অটো গ্যারেজে মেকানিকের কাজ করেন।
শিশুটি স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্র।
অভিযোগে বলা হয়, গত ১১ এপ্রিল স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি অটো গ্যারেজের রাসেল হাওলাদার  শিশুটিকে ডেকে নেয়। পরে গ্যারেজের সাটার বন্ধ করে দেয়। গ্যারেজের ভেতরে জোরপূর্বক বলৎকার করে এবং এ ঘটনা কাউকে না জানানো জন্য ভয় দেখায় কিন্তু ওই শিশু যখন বলে আমি আমার পরিবারকে বলবো তখন মেকানিক রাসেল হাওলাদার হত্যার উদ্দেশ্য  তার অন্ডকোষে কামড় দেয়। পরে শিশুটির ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। তখন রাসেল হাওলাদার পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্হায়ী একজন পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
 বলৎকারের শিকার শিশুটির মা বলেন, আমার ছেলের সাথে রাসেল হাওলাদার যে খারাপ কাজটা করেছে আমি সরকারের কাছে এর সঠিক বিচার চাই। সে যেন কোন ছেলের সাথে যেন খারাপ কাজ না করতে পারে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনার ২দিনপর শিশুটির পিতা বাদী হয়ে রাসেল হাওলাদারকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে ঘটনা তদন্ত ও আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।

A znova umiestnite vankúš pod kolená. Viete, kedy to môže byť užitočné? Ak je váš priateľ príliš dobrý priligy To znamená, že ak je pre obvyklú polohu cyklistu, jeho veľkosť člena je pre vás príliš veľká, testuje mierne „spomaľovanie“ alebo skôr, aby penetrácia nebola tak hlboko, mierne zdvíhala.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।