গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
প্রাইভেট পড়ে ফেরার পথে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে একটি পাজেরো জিপ গাড়ির ধাক্কায় শনিবার রাতে মন্দিরা মল্লিক (৭) নামের নার্সারী ক্লাসের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুর স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাগেছে, নিজ স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই শিশু শিশু শিক্ষার্থী তার বড় বোনের সাথে পায়ে হেটে বাসায় ফিরছিল। বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে সে গৌরনদী বাসষ্ট্যান্ডের দিলিপ কুমার মিষ্টান্ন ভান্ডারের সামনে এলে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পাজেরো জিপ গাড়ি শিশুটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। শিশুটি তখন ছিটকে প্রায় ২০ ফুট দুরে গিয়ে মহাসড়কের ওপর পড়ে শুরুতর আহত হয়। এলাকাবাসী ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত শিশু শিক্ষার্থীর বাবার নাম খোকন মল্লিক। তিনি পেশায় একজন দর্জি। তাদের বাড়ি পার্শ্ববর্তি মুলাদী উপজেলার রামচর গ্রামে। তারা গৌরনদী উপজেলা সদরের উত্তর পালরদী গ্রামের একটি বাসায় ভাড়া থাকেন। শিশু শিক্ষার্থী মন্দিরা মল্লিক উপজেলা সদরের সেন্ট যোসেফ প্রাথমিক বিদ্যালয়ের নার্সারীর ছাত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম রসুল বলেন, ঘটনার পর পাজেরো জিপ গাড়িটি দ্রুত পালিয়ে যায়। গাড়িটির নম্বর সনাক্ত করা বা গাড়িটিকে চিহ্নিত করা যায়নি। নিহত শিশুর পিতা এ ঘটনায় কোন মামলা করতে রাজি না হওয়ায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.