Desher Khabor
ঢাকারবিবার , ২৭ মার্চ ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের শিবচরে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত স্ত্রীর, আহত স্বামী

madaripurbarta
মার্চ ২৭, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে ড্রাম ট্রাকের ধাক্কায় মনোয়ারা বেগম(৫০) নামের এক নারীর নিহত হয়েছে। এসময় তার স্বামী নিলু মাতুব্বর(৬৫) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন সড়কের উপর এ দুর্ঘটনাটি ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন।

নিহত মনোয়ারা বেগম গুরুতর আহত নিলু মাতুব্বর স্ত্রী। তাদের বাড়ি উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা শিকদার কান্দি গ্রামের কদম মাদবরের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, শনিবার দিবাগত রাতে স্থানীয় এক আত্মীয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন নিলু মাতুব্বর ও তার স্ত্রী মনোয়ারা বেগম। সাদিপুর বাজারের নিকট আসলে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক (মাটি টানা) তাদের চাপা দিলে গুরুতর আহত হন তারা। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে আসার পথেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত নিলু মাতুব্বরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন জানান, ‘রাতে সড়ক দূর্ঘটনায় এক মহিলার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আমরা ট্রামের চালককে আটক করেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।