Desher Khabor
ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৭ম শ্রেণীর স্কুলছাত্রের মৃত্যু

madaripurbarta
এপ্রিল ২৪, ২০২২ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মো. রাব্বি তালুকদার(১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৪ এপ্রিল) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার কালিনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ও পশ্চিম কালিনগর গ্রামের কালাই তালুকদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাবা ও ছেলে নিজ জমিতে সেচের মাধ্যমে পানি দেয়ার উদ্যেশে বাড়ি থেকে বের হন। তারা ঘটনাস্থলে গিয়ে জমিতে পানি দেয়ার জন্য মটারের সুইচ দিলে রাব্বি বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তার বাবা পাশেই দাঁড়িয়ে ছিলেন। রাব্বির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, স্কুলছাত্র রাব্বিকে হাসপতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তার লাশ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.  ইশতিয়াক আশফাক রাসেল বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র রাব্বি নিহত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।