Desher Khabor
ঢাকারবিবার , ৭ আগস্ট ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে জবাই করে হত্যা মামলার আসামিকে হত্যা

madaripurbarta
আগস্ট ৭, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে বাড়ি থেকে তুলে নিয়ে একটি হত্যা মামলার আসামিকে জবাই করে, হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৭ আগস্ট) সকালে রাজৈর উপজেলার চৌরাশি গ্রামের একটি বাগান থেকে শাহীন শেখ (২৫) এর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত শাহীন বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। সে ওই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি ছিলো। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ায় শনিবার রাতের খাবার খেয়ে ঘরে একা ঘুমিয়ে পড়ে শাহীন শেখ। পরে রোববার সকালে রাজৈর উপজেলার চৌরাশি গ্রামের একটি বাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পূর্বশত্রুতার কারণে কিছুদিন ধরে শাহীনকে হত্যার ঘোষণা দিয়ে আসছিল প্রতিপক্ষের লোকজন। এরই জের ধরে শনিবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় শাহীনকে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবী করেছে স্বজন ও এলাকাবাসী।

স্থানীয় অন্য একটি সূত্র জানায়, ওই এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনা দীর্ঘদিনের। একপক্ষ আরেক পক্ষকে ফাঁসাতে প্রায়ই এমন ঘটনার সৃষ্টি করে।

নিহত শাহীনের চাচাতো ভাই মো. জব্বার জানান, পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়। এর কঠিন বিচার চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, যুবকের লাশ উদ্ধারের কথা শুনে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ওই যুবককে গলা কেটে, হাত-পায়ের রগ কেটে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাইনউদ্দিন হাওলাদার (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।