Desher Khabor
ঢাকাবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে ফেরাতে না পেরে প্রবাসী প্রেমিকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

madaripurbarta
সেপ্টেম্বর ৮, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে প্রেমিক সৌদি প্রবাসী তরিকুল মোল্লার (২০) বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে প্রেমিকার বাবা ও তার লোকজন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট সহ ১৫ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকেই আতংকে রয়েছে এলাকাবাসী।

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শংকরদি গ্রামের মশিউর মোল্লার ছেলে তরিকুল মোল্লা (২০) ও একই গ্রামের র‍্যাবের ক্রসফায়ারে নিহত কুখ্যাত সন্ত্রাসী নেকা শেখের ভাই বেলা শেখ এর মেয়ে পপসি আক্তারের (১৮) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তরিকুলকে ৪ মাস আগে সৌদি পাঠিয়ে দেয়া হয়। একপর্যায়ে প্রেমিকা পপসি বাড়ি থেকে পালিয়ে প্রবাসী প্রেমিক তরিকুলের এক আত্মীয় বাড়িতে স্থান নেয়। পরে ১৫ দিন আগে মাদারীপুর সদর থানার মাধ্যমে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। এরপর আবারও পালিয়ে গেলে খুঁজে না পাওয়ার সূত্র ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রেমিক তরিকুলের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালায় বেলা ও তার লোকজন। এসময় নগদ ৫ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট সহ ৭ লক্ষ টাকার মালামাল ভাংচুর করে পালিয়ে যায় তারা।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, এসআই নাজমুল ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।