Desher Khabor
ঢাকাশনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে পাগলা কুকুরে কামড়ালো ৩ শিশুকে

madaripurbarta
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাজৈর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে পাগলা কুকুরে কামড়ালো ৩ শিশুকে। এদের মধ্যে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয়রা জানায়, একটি পাগলা কুকুর এসে প্রথমে বদরপাশা গ্রামের জাকির মোল্লার ছেলে জোবায়ের মোল্লাকে(৭) কামড়ায়। পরে পশ্চিম রাজৈর গ্রামের সম্রাট শেখার ছেলে শাখাওয়াত (৫) ও একই গ্রামের আনিচ খাঁর মেয়ে নাইমাকে (৪) কামড়িয়ে আরো অনেক শিশুকে কামড়ানোর জন্য ধাওয়া করে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একপর্যায়ে শিশু জোবায়েরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়। এ ঘটনার পর থেকে এলাকার অভিভাবকরা চরম আতংকে রয়েছেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল জানান, তিনজন বাচ্চাকে কুকুরে কামড়ে গুরুতরভাবে আহত করেছে। একজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। দুইজন রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।