রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুইটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফার্মেসীকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেকেরহাট নজরুল ক্লাব এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
জানা যায়, বিভিন্ন মেডিকেল পরিক্ষা নিরিক্ষার মূল্য বেশি নেওয়ার অপরাধে নিউ মর্ডান এক্স-রে এন্ড প্যাথলজিকে ৯ হাজার টাকা এবং টেকেরহাট সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনাদি মেডিকেল হল ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।