Desher Khabor
ঢাকামঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে কৃষকের ঘরে দুর্বৃত্তদের আগুন, আতঙ্কে এলাকাবাসী

madaripurbarta
অক্টোবর ১১, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে মনি শেখ (৪০) নামে এক কৃষকের বসত ঘরে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ অক্টোবর) রাতে রাজৈর পৌরসভার ৪ নং ওয়ার্ড়ের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। মনি একই এলাকার মৃত আব্দুল হাই শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, স্ত্রী ও তিন শিশু কন্যাকে নিয়ে ঘরে ঘুমানো ছিলেন কৃষক মনি। এই সুযোগে জানালা খুলে সামনের বারান্দায় রাখা ৫০ মণ পাটের মধ্যে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তারা টের পেয়ে ডাক-চিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকেই এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে।
ভুক্তভোগী মনি শেখ জানান, কে বা কারা আমার ঘরে আগুন দিয়েছে জানিনা। হয়তো আমাকে সহ আমার পরিবারকে শেষ করে ফেলার জন্য কেউ এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। আর নয়তো আমার পাট পুড়িয়ে ক্ষতি করতে চাইছে।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনা নিজেদের সাজানো হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।