কালকিনি প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পতিত জমিতে ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসান অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লক্ষীপুর উচ্চ বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক এমপি ড. আব্দুস সোবহান গোলাপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক সরদার মো. লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান ও জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।