রাজৈর প্রতিনিধি:
১০ ডিসেম্বর ঢাকার সমাবেশকে দেশের জনগণের মুক্তির সমাবেশ, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির সমাবেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ বলে মন্তব্য করেছেন, বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে রাজৈরের টেকেরহাট এলাকায় রাজৈর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম. মহিউদ্দিন হাওলাদারের ৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এসময় শামা ওবায়েদ বলেন, ভোটবিহীন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারকে গদি থেকে নামাতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই
আগামী ১০ই ডিসেম্বরে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে স্বতঃস্ফুর্তভাবে আমাদের সকল নেতা কর্মীরা অংশগ্রহণ করার মধ্য দিয়ে সমাবেশ সফল হবে।
বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী আরো বলেন,
১৪ বছরে দেশের এত উন্নতি হয়েছে যে, নিশিরাতের প্রধানমন্ত্রী বলে দুর্ভিক্ষের জন্য তৈরি হতে হবে। যারা আগে তিন বেলা খেত তারা এখন দুইবেলা খায়, যারা দুই বেলা খেতো তারা এখন এক বেলা খায়। এখন ওএমএসের ট্রাকে মধ্যবিত্ত আর নিম্নমধ্যবিত্তদের দীর্ঘ লাইন থাকে। যেদিন এই শেখ হাসিনা সরকারের পতন হবে সেদিনই এই দেশের অর্থনৈতিক উন্নতি হবে।
এসময় শামা ওবায়েদ সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা খবরের কাগজে দেখে থাকবেন ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে। আপনার টাকা আপনি তুলবেন তাও ব্যাংককে ৫ দিন আগে জানাতে হবে। এই হচ্ছে ব্যাংকগুলোর অবস্থা। এই দেউলিয়াত্বের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে গ্রাহক। একদিকে মানুষ না খেয়ে আছে আর অন্যদিকে এই সরকার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ইভিএম নামের ভোট চুরির মেশিন কিনে আনছে। দুর্ভিক্ষ আসতেছে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই কিন্তু এর মধ্যেও তাদের চুরি থেমে নাই। মালয়েশিয়া, সিঙ্গাপুর কানাডা, আমেরিকায় বাড়ি করে এই বাংলাদেশকে ফকিরের দেশ বানাইয়া শেখ হাসিনা বিদায় হবে।
মনি হাওলাদার স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শামচুল হক হাওলাদারের সভাপতিত্বে ও জীবন বোসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নির্বাহী কমিটি সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেনসহ অন্যান্য নেতা কর্মীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।