মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে আফিয়া আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পাঁচখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আফিয়া ওই এলাকার আশরাফুল শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মা-বাবার সঙ্গে ঢাকায় বসবাস করতো আফিয়া (৩)। কয়েকদিন আগে পরিবারের সঙ্গে ঢাকা থেকে নানা বাড়ি মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে বেড়াতে আসে। সকালে সবার অজাে খেলার ছলে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায় আফিয়া। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে আফিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।