Desher Khabor
ঢাকাশুক্রবার , ২৩ ডিসেম্বর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু, হাসপাতাল ভাংচুর 

madaripurbarta
ডিসেম্বর ২৩, ২০২২ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় কে.আই.হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন হাসপাতালটিতে ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের পানিছত্র চৌরাস্তা এলাকার সোহেল মোরশেদের স্ত্রী লাকী আক্তার (৩০) কে তার স্বজনরা গলার টনসেলের অপারেশন করানোর জন্য একই এলাকার কে.আই.হাসপাতালের শুক্রবার সকালে ভর্তি হয়। হাসপাাতলের চিকিৎসক মিজানুর রহমান বিকেল ৩ টার দিকে লাকী আক্তারের গলার টনসেলের অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করে। পরে সন্ধ্যা হয়ে গেলেও অপারেশন থিয়েটার থেকে রোগী লাকী আক্তারকে স্বজনদের কাছে না দিলে স্বজনদের সন্দেহ হয়। পরে স্বজনরা অপারেশন থিয়েটারে প্রবেশ করে দেখতে পায় লাকী আক্তারকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় বিক্ষুব্ধরা হাসপাতালে ভাংচুর চালায়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। নিহত স্বজনরা অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।