মাদারীর প্রতিনিধি:
মাদারীপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতা-কর্মীরা। শনিবার সকালে দলটির নেতা-কর্মীরা শহরের চৌরাস্তা এলাকার বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল নিয়ে পুরান বাজার এলাকার মিলন সিনেমা হলের সামনে গিয়ে শেষ করেন। এ সময় দলের প্রায় ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার, সদস্য সচিব এডভোকেট মাসুদ পারভেজ ও অন্যান্যরা।
এ সময় বক্তারা দলের নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান নেতা কর্মীরা। এছাড়া দেশের চলমান অস্থিরতা বিরুদ্ধে ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনগনকে তাদের পাশে থাকতে আহবান জানান তারা।