Desher Khabor
ঢাকাশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে শুরু হয়েছে ২ দিন ব্যাপী বড় দিনের উৎসব

madaripurbarta
ডিসেম্বর ২৪, ২০২২ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য়ের মধ্যে দিয়ে মাদারীপুরে শুরু হয়েছে খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিনের উৎসব। এ উপলক্ষে জেলার ১৫টি ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট গির্জায় ২ দিন ব্যাপী ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রার্থনা, নগর কির্ত্তন, আলোচনা সভা, প্রীতিভোজ ও কবিগান। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ক্যাথলিক চার্জ, ব্যাপ্টিস্ট চার্জ, এজি চার্জ, ফেলোশিপ চার্জ, লখন্ডা সেভেন এ্যাডভেন্টিস চার্জ, ফেলোশিপ চার্জ, ক্যাথলিক চার্জ, রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের হিজলবাড়ী ব্যাপ্টিস্ট চার্জ, হিজলবাড়ী ক্যাথলিক চার্জ, কালকিনি উপজেলার ডাসার উপজেলার নবগ্রাম ব্যাপ্টিস্ট চার্জ, চলবল ব্যাপ্টিস্ট চার্জ, চলবল ক্যাথলিক চার্জ, চলবল এজি চার্জ, চলবল এসডিও চার্জ, শশিকর ব্যাপ্টিস্ট চার্জ এবং মাদারীপুর সদর উপজেলার থানতলি ব্যাপ্টিস্ট চার্জ ও চরমুগরিয়া ব্যাপ্টিস্ট চাজ বর্ণিল সাজে সাজানো হয়েছে। খ্রীস্টান সম্প্রদায়ের চার্জ থেকে শনিবার রাত ৯টায় পৃথকভাবে বের করা হয় নগর কির্ত্তণ।নগর কির্ত্তন চলে সারা রাত। আজ ২৫ ডিসেম্বর রবিবার দিনব্যাপী চলবে আলোচনা সভা, প্রার্থনা, কবিগান, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ও প্রীতি ভোজ। খ্রীস্টান সম্প্রদায়ের প্রয়াত ব্যক্তিদের সমাধিগুলোও বিভিন্ন উপাচার দিয়ে সাজানো হয়েছে।পাড়ায় পাড়ায় বসছে মেলা।

রাজৈরের আমগ্রাম ব্যাপ্টিস্ট চার্জের সহকারী সাধারণ সম্পাদক বাদল রায় বলেন, বড়দিন উপলক্ষে আমগ্রাম ব্যাপ্টিস্ট চার্জ এজি চার্জ ও ফেলোশিপ চার্জসহ বিভিন্ন গির্জায় আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রবিবার সন্ধ্যা পর্যন্ত।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ্যাডমিন এ্যান্ড ফাইনান্স) মোঃ মনিরুজ্জান ফকির পিপিএম বলেন, খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলার প্রতিটি থানার ওসিদের নিরাপত্তা ব্যাবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।