Desher Khabor
ঢাকাসোমবার , ২ জানুয়ারি ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের বাধায় ছাত্রদলের সমাবেশ হলো ১০ মিনিট

madaripurbarta
জানুয়ারি ২, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি: 

মাদারীপুরে পুলিশের বাধার মুখে পড়ে ছাত্রদলের শোভাযাত্রা ও ছাত্রসমাবেশ খুবই কম সময়ে শেষ করতে হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (২ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের শকুনি লেকের শহীদ কানন চত্বরের সামনে সে সমাবেশ ঘিরে ছিল বিপুল সংখ্যক পুলিশ। এমনকি ১০ মিনিটের মধ্যে সমাবেশ শেষ করতে বাধ্য করা হয় বলে জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তাকে সমাবেশে দেড় মিনিটেই বক্তব্য শেষ করতে বাধ্য করা হয় এবং সাথে সাথেই পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয় বলে দাবি করেন সংগঠনের নেতারা।

সমাবেশে আনিসুর রহমান বলেন, ‘পুলিশ দিয়ে গুলি করে মানুষ মেরে আন্দোলন বন্ধ করা যাবে না। রাজপথে জীবন দিয়ে হলেও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে। এই সরকারের অধীনে বিএনপি কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। যদি তারা এককভাবে নির্বাচন করতে চায়, তাহলে এই নির্বাচন যাতে বেগবান না হয় বিএনপি রাজপথে থেকে তা প্রতিহত করবে।’

পুলিশের বাধার মুখে ছাত্রসমাবেশ সংক্ষিপ্ত করার প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ শুরু থেকে আমাদের ঘিরে রেখেছে। তাদের তীব্র বাধার মুখে পড়ায় অতি সংক্ষেপে ছাত্রদলের সমাবেশ করতে হয়েছে। পুলিশের এসব বাধা, হয়রানি, নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ করা ও আতঙ্ক থেকে আমরা মুক্তি চাই।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা মহাসড়ক এক প্রকার বন্ধ করেই মিছিল বের করে। পরে তারা মহাসড়কেই জড়ো হয়ে সমাবেশ শুরু করে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। এ কারণে পুলিশ তাদের সরিয়ে দেয়। তা ছাড়া বিএনপি বা ছাত্রদলের কেউ তাদের দলীয় অনুষ্ঠান করার জন্য পুলিশের কাছে অনুমতিও নেননি।’

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও ছাত্র সমাবেশ আয়োজন করে মাদারীপুর জেলা ছাত্রদল। অনুষ্ঠানে সকাল ১০টা থেকে জেলার পাঁচটি উপজেলা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের চৌরাস্তা এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলীর বাসার সামনে জড়ো হন। পরে সাড়ে ১১টার দিকে ছাত্রদলের ব্যানারে একটি শোভাযাত্রা বের করা হয়।

ছাত্রসমাবেশে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী, যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিক মাতুব্বর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারী, শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক সেলিম মুন্সী, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল মোল্লা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।