Desher Khabor
ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে পরিবারের সবাইকে অজ্ঞান করে জিনিসপত্র লুট

madaripurbarta
জানুয়ারি ২২, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার মাদ্রা গ্রামে পরিবারের সবাইকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কারসহ মুল্যবান জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রবিবার থানায় একটি অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাদারীপুর সদর উপজেলার মাদ্রা গ্রামের আবুল কালাম হাওলাদারের বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে। এসময় কৌশলে চোর চক্র ঘরে ঢুকে চুরি করে পালিয়ে যায়। শনিবার সকালে কেউ ঘুম থেবে না উঠায় প্রতিবেশিরা ডাকতে গেলে দেখে বাড়ির সবাই অজ্ঞান। পরে পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়। এসময় বাড়ির মালিক আবুল কালাম ও তার ছেলের বউ নীলিমা আক্তারসহ সবাই অসুস্থ হয়ে পড়ে। ধারনা করা হচ্ছে খাবারে সাথে অজ্ঞান করার ঔষধ অথবা চেতনা নাশক স্প্রে করে সবাইকে অজ্ঞান করা হয়। পরে চোর চক্র ঘরে থাকা মুল্যবান স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এই ঘটনায় রবিরার দুপুরে ক্ষতিগ্রন্থ নীলিমা আক্তার বাদী হয়ে মাদরীপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছে। পরে পুলিশ ঘটনা স্থাল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ নীলিমা আক্তার বলেন, আমাদের সবাইকে অজ্ঞান করে মুল্যবান স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে। আমরা এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।