সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার >>
প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে” প্রতিপাদ্য এবং সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের ডাসারে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ জুন) উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে আলোচনা সভায় পরিবেশের ভারসম্য রক্ষায় বক্তব্য রাখেন-ডাসার উপজেলা প্রকৌশলী(ভারপ্রাপ্ত)মোঃ রেজাউল করিম, ডাসার উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সন্দীপন মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,বিভিন্ন পর্যায়ের উপজেলার কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন-বৈষ্ণিক উষ্ণতার কারণে পরিবেশ আজ হুমকির মুখে।প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে সকলকে চলতে হবে। পরিবেশের ভারসম্য রক্ষায় বেশী বেশী গাছ রোপণ করতে হবে।যেখানে সেখানে ময়লা -আবর্জনা ফালানো যাবে না।পানি দূষন রোধে কিটনাষক প্রয়োগে সচেতনসহ মাছের ঘেরে পল্টির ফার্ম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।প্লাস্টিক বর্জ্য ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পরিবেশের ভারসম্য বজায় রাখতে সকলকে সচেতন হতে হবে।