Desher Khabor
ঢাকাবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে ভিক্ষুকদের মাঝে গরু-ছাগল বিতরণ

madaripurbarta
জুলাই ৬, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার >>

 মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে উপজেলা কর্তৃক বরাদ্দকৃত অর্থ দিয়ে ভিক্ষুকদের মাঝে গরু-ছাগল বিতরণ করা হয়েছে।

 বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে ডাসার উপজেলা কার্যালয়ের সামনে উপজেলার পাঁচটি ইউনিয়নের সুবিধাভোগী ৮ জন ভিক্ষুকদের মধ্যে ৪ জনকে চারটি গরু ও বাকি ৪ জন ভিক্ষুকদের মাঝে প্রতি জনকে ৫ টি করে মোট ২০ টি ছাগল তাদের হাতে তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীন।

 এসময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা সমাজসেবা অফিসার মো. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান, ডাসার ইউনিয়ন সচিব সুশান্ত বৈদ্য, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম প্রমুখ।

 বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীন বলেন, আপনাদের যে গরু-ছাগল দেওয়া হয়েছে, তা যত্ন সহকারে লালন-পালন করে বংশবিস্তারের মাধ্যমে নিজেদের লাবলম্বি করে তুলবেন। এতে আপনারা আর্থিকভাবে স্বচ্ছল ও লাভবান হবেন।তাই গরু-ছাগলগুলো বিক্রি না করে যত্নসহকারে পালন করলে অন্যের মুখাপেক্ষী হতে হবে না।ধারাবাহিকভাবে অন্যন্যদের মাঝে গরু-ছাগল বিতরণ করা হবে।

 উপজেলা সমাজসেবা অফিসার মো. মশিউর রহমান বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের গ্রামে গিয়ে সঠিক ভিক্ষুকদের খুঁজে বের করে, তাদেরকে পূর্ণবাসন ও কর্মসংস্থান করার লক্ষ্যে আজকে গরু-ছাগল বিতরণ করা হয়েছে। আপনারা গরু-ছাগলগুলো বিক্রি না করে যত্নসহকারে পালন করে নিজেদেরকে সাবলম্বী করে তুলুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।