Desher Khabor
ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মারাত্মক হুমকিতে রয়েছে মাদারীপুর শহর রক্ষা বাঁধ

madaripurbarta
সেপ্টেম্বর ৭, ২০২৩ ২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সৌন্দর্য্য বর্ধন ও ওয়াকওয়ের রেলিং আটকে সীমানা প্রাচীর তৈরি

বার্তা ডেস্ক:

সৌন্দর্য্য বর্ধন ও হাটার জন্য বাধের উপর নির্মাণ করা ওয়াকওয়ের রেলিং দখল করে আটকিয়ে সীমানা প্রাচীর তৈরি করেছে প্রভাবশালীরা। এতে কর মারাত্মক হুমকির মধ্যে রয়েছে মাদারীপুর শহর রক্ষাবাঁধ। এছাড়া রেলিং ভেঙ্গে করা হয়েছে দোকান। রহস্যজনক কারণে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

মাদারীপুর জেলা শহর এক সময় আড়িয়াল খাঁ নদের ভাঙনে অস্তিত্ব হারাতে বসেছিল। মাদারীপুর পানি উন্নয়ন বোর্ড ১৯৮৭-৮৮ অর্থ বছরে শহরটি রক্ষা ও ভাঙন রোধে আড়িয়াল খাঁ নদের পাড় ঘেষে শুরু হয়ে ৩ ধাপে ৩৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪ কিলোমিটার শহর রক্ষা বাধ নির্মান করে। এই বাঁধ রক্ষণাবেক্ষণে খরচ হয় ৩ কোটি ৪০ লাখ টাকা। পরবর্তীতে নদের পাড়ের সৌন্দর্য্য বর্ধন ও হাটাচলার জন্য বিআইডব্লিউটিএ বাঁধের উপর নির্মাণ করে দৃ্িট নন্দন ওয়াকওয়ে। এই বাধটি দখল করে ওয়াকওয়ের রেলিং আটকে একদিকে সীমানা প্রাচীর নির্মাণ করেছে অন্যদিকে রেলিং ভেঙে নির্মাণ করেছে দোকানপাট। এতে হুমকিতে পড়েছে শহর রক্ষা বাঁধ। একাধিকবার শহর রক্ষা বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছিল ভাঙন। এতকিছুর পরও মাদারীপুর পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি খান মো. শহীদ বলেন, শহর বাঁচাতে শহর রক্ষা বাঁধের নিরাপত্তার স্বার্থে দখলদারদের উচ্ছেদ করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কাম্য করেন। একই অভিব্যক্তি প্রকাশ করেন জেলাার সিনিয়র সাংবাদিক, লোকসাংস্কৃতি ও ইতিহাস সন্ধানী লেখক সুবল বিশ্বাস।

মাদারীপুর জেলা শহরের বাসিন্দাদের দাবী পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন দ্রুত দখলমুক্ত করে শহর রক্ষা বাঁধটির নিরাপত্তা নিশ্চিত করে জনসাধারনের নির্বিঘ্নে চলাচলে সহায়ক হবে ।

স্থানীয় দখলদারদের দাবী তারা তাদেও নিজের দখলীয় জমিতে সীমানা প্রাচীর ও স্থাপনা নির্মান করেছেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সানাউল কাদের খান বলেন, শহর রক্ষা বাধের জমির মালিক কে তা জানা নাই। তবে বাধটি রক্ষায় স্থানীয় দখলদার ও জেলা প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়েও কোন সুরাহা হয়নি।

মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যদি এমনটা হয়ে থাকে অতি দ্রুত মাদারীপুর শহর রক্ষা বাঁধ বা ওয়াকওয়ে দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।