Desher Khabor
ঢাকাবুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন মাদারীপুরের রফিকুল ইসলাম রিপন

madaripurbarta
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক >>

শেরে বাংলা’র ১৫০তম জন্মদিন উদযাপন উপলক্ষে “উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলা’র ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

গত (২৩ সেপ্টেম্বর) শনিবার বিকাল চারটার সময় পল্টন টাওয়ার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সমাজসেবায় সফল প্যানেল চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পুরস্কার পেলেন, মাদারীপুরের ছিলারচর গ্রামের মৃত রব হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম রিপন।

শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান মিঞা।

প্রধান আলোচ হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মাও মোর্শেদ।

উদ্বোধন করেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

মূল প্রসঙ্গে উপস্থাপনায় ছিলেন, বরেণ্য শিক্ষাবিদ, নজরুল গবেষক ও রাষ্ট্রচিন্তক প্রফেসর ডক্টর শহীদ মনজুর।

সভাপতিত্ব করেন, কো-চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরে বাংলার মৌনী ও চেয়ারম্যান মিসেস ফারহানা হক রিপা, সাবেক এডিশনাল আইজিপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুইয়া, ভারত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর এম এম শামীম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এস এম কবিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর কবি হাসিনা মমতাজ হাসি।

স্বাগত বক্তব্য রাখেন, অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক এম. গোলাম ফারুক মজনু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।