Desher Khabor
ঢাকাবুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে মুক্তিযোদ্ধা ও কৃষকদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

madaripurbarta
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ আহম্মেদ সোহেল:

মাদারীপুরের রাজৈরে বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বাংলার সোনালী সন্তান মেহনতি কৃষকদের মাঝে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শাখারপাড় উচ্চ বিদ্যালয়ের মাঠে ভ্যান চালক সেলিম শরীফের প্রতিষ্ঠিত শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর আদর্শের চেতনায় জাগ্রত করার লক্ষ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। এসময় খেলা উপভোগ করতে মাঠের চারপাশে হাজারো নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এ খেলায় কৃষক দল ২-১ গোলে বীর মুক্তিযোদ্ধা দলকে হারিয়ে বিজয়ী হন। পরে বিজয়ী দলকে নগদ অর্থসহ খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের সম্মাননা ক্রেস্ট ও একটি করে ফলজ গাছ পুরস্কার দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, থানার ওসি মো. আলমগীর হোসেন, শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

এ ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পেরে খেলোয়াড়রা মহাখুশি প্রকাশ করেন। উপস্থিত সকলে খেলা দেখে ব্যপক আনন্দ উপভোগ করেন এবং মাঝে মধ্যে এরকম খেলা আয়োজন করার জন্য অনুরোধ জানান। শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়টি উপজেলার প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে থাকেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।