Desher Khabor
ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসারে আন্তঃজেলা অটো ভ্যান চোর চক্রের সদস্য আটক

madaripurbarta
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ডাসার প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে ব্যাটারিচালিত অটোভ্যানসহ শিপন বেপারী (৩০) চোরকে আটক করছে পুলিশ। শিপন বেপারী উপজেলার পূর্ব খান্দুলী গ্রামের মৃত: রশিদ বেপারীর ছেলে।

আটকৃত আসামীকে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ৩৭৯ পেলান কোডে ডাসার থানায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমুহনী নামক স্থানে অটোভ্যান চুরির সময় তাকে একটি অটোভ্যানসহ আটক করা হয়।খোঁজনিয়ে জানাগেছে আসামী শিপন বেপারী আন্তঃজেলা অটোভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুরসহ বিভিন্ন জেলা- উপজেলায় অটোভ্যান চুরি করে। তার রং পরিবর্তন করে ভ্যাটারিসহ অটোভ্যানের বিভিন্ন মালামাল বিক্রি করে থাকে। তিনি একজন পেশাদার অটোভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, আসামি শিপন বেপারী আন্তঃজেলা অটোভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন স্থানে একাধিক অটোভ্যান চুরি করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।