Desher Khabor
ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে জ্বালানি তেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

madaripurbarta
নভেম্বর ৬, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:

মাদারীপুরে আন্ত:জেলা জ্বালানি তেল চুরি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাত হাজার একশত চুয়ান্ন লিটার ডিজেল জব্দ করা হয়।

রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শিবচর ইলিয়াস আহমেদ ফেরীঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকাল ৪টায় এক প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মাহাবুব হকের ছেলে রেদওয়ান হক সৌরভ,এবং মিন্টু বেপারীর ছেলে মিঠু বেপারী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে করিম হাওলাদার, জাহাঙ্গীর বেপারীর ছেলে জুবায়ের, এবং মৃধাকান্দী এলাকার সিরাজ মৃধার ছেলে হ্রদয় মাতুব্বর, এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার খান কান্দি এলাকার কুদ্দুস খানের ছেলে আল আমিন খান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চোর চক্রের সদস্যরা বিভিন্ন লরি থেকে পাইপ দিয়ে তেল নামিয়ে ব্যারেলে ভর্তি করে বাজারে কম দামে বিক্রি করে এমন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলার ইলিয়াস আহমেদ চেীধুরী ফেরী ঘাটের ৪ নাম্বার ফেরীঘাটের পাশে অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্য কে গ্রেপ্তার করে এবং পুলিশের উপস্থিত টের পেয়ে আরো কিছু সদ্যপালিয়ে যায়।এ সময় তাদের কাছ থেকে সাত হাজার একশত চুয়ান্ন লিটার ডিজেল, একটি টাংকার, ৮টি স্টিলের বেরেল,একটি স্যালো ইঞ্জিন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. মাসুদ আলম মাদারীপুর বার্তা’কে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা চলমান রয়েছে এবং এরা কোন ধরনের নাশকতার সাথে জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।