আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলো কোন কোন নির্বাচনী এলাকায় ভোট পর্যবেক্ষণের জন্য কাজ করবে তা জানতে আবেদন চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মোঃ শরিফুল আলম এ সংক্রান্ত আবেদন আহ্বান করেন।
এতে বলা হয়েছে, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৩ এর ৭.১.ক ধারা মতে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার ১০ দিন অর্থাৎ ২৫ নভেম্বরে মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখপূর্বকন নির্বাচন কমিশন সচিবালয় সচিব বরাবর লিখিত আবেদন করার বিধান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।