ডাসার প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাসার উপজেলা আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা হয়েছে।
আজ সোমবার (২০-ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে ডাসার উপজেলা থেকে বিজয় শোভাযাত্রা শুরু করে উত্তর ডাসার আওয়ামী লীগের অফিস কার্যালয়ে বিজয় শোভাযাত্রা শেষ হয়।
সুসজ্জিত বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন। এতে অংশ গ্রহণ করেন, ডাসার উপজেলার হাজার হাজার আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল ছিল চোখে পড়ার মত।
বিজয় সুবর্ণজয়ন্তী শোভাযাত্রায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিজয়ের আমেজে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে সকলে অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।