জাহিদ হাসান:
মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী ইস্কান্দার খা’কে হত্যা মামলায় এক আসামীকে গ্রেফতার করে মাদারীপুর জেলা পুলিশ।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রেসব্রিফিং এ তথ্য জানান মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম।
মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম জানান, জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটবালি গ্রামের ইস্কান্দার খা’র হত্যার সাথে সরাসরি জড়িত নিহতের একই গ্রামের বাড়ি মোকলেস খানের পুত্র বিল্লাল হোসেন (৩০)-কে গাজীপুর থেকে আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে জানান।
পুলিশ সুপার জানান, নিহত ইস্কান্দার খা ও হত্যাকারীরা একই গ্রামের বাসিন্দা ও আত্মীয়। স্থানীয় আধিপত্য বিস্তার ও জমি-জমার বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া নিহত ইস্কান্দার এবং হত্যাকারীরা পরস্পর দুটি দলের সমর্থক এবং তারা পরস্পর দুটি প্রতীকের সমর্থক।
পুলিশ সুপার আরও জানান, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ইস্কান্দার খা’র হত্যার ঘটনায় তার পুত্র কিরণ কালকিনি থানায় ৩১ জন ও অজ্ঞাতনামা আরও ১৫/২০জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।
উল্লেখ্য, গত শনিবার (২৩ ডিসেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামে সকালে ইস্কান্দার খা’কে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বও আহত করলে তাকে প্রথম কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা করেন। স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষ থেকে ইস্কান্দার খা’কে তার কর্মী হওয়ায় নৌকা প্রতীকের কর্মী লক্ষ্মীপুরের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে হত্যা করে বলে অভিযোগ করা হয়।