Desher Khabor
ঢাকামঙ্গলবার , ৯ জানুয়ারি ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর-৩ আসনের বিজয়ী ও পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি অভিযোগ

Zahid Hasan
জানুয়ারি ৯, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:

মাদারীপু-৩ আসনের নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম ও পরাজিত নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি অভিযোগ করেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে মাদারীপুর প্রেসক্লাবে নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ ও কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম সংবাদ সম্মেলন করেন।

মাদারীপুর-৩ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নির্বাচনের দিনই কেন্দুয়া ইউনিয়নের একটি কেন্দ্রে ৪ জন এজেন্টকে মারধর করা হয় এবং ফলাফল ঘোষণার পূর্বেই উক্ত ইউনিয়নে ঈগলের এজেন্ট ও কর্মীদের ২২/২৩টি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতায় ঈগল প্রতীকের আনন্দ মিছিলে বোমা হামলা চালিয়ে ১০ জনকে আহত ও বিভিন্ন এলাকায় ঈগলের কর্মীদের উপর হামলা ও বাড়ি-ঘরের ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেন।

অপরদিকে, সংবাদ সম্মেলনে গোলাপ এসব অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা আমাদের কর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়েছে।

দুজনেই সহিংসতা বন্ধের জন্য স্থানীয়দের অনুরোধ করেন। সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে সহিংসতা বন্ধের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।