Desher Khabor
ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক বেলাল রিজভী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান

Zahid Hasan
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির ২০২৪-২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের সাংবাদিক গোলাম মাওলা আকন্দ ও সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক বেলাল রিজভী নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে কন্ঠ ভোটের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন সম্পন্ন হয়।
মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির নির্বাচিত অন্য প্রতিনিধিরা হলেন, সহ সভাপতি আমাদের সময় পত্রিকার সাংবাদিক শফিক স্বপন, দৈনিক খবর পত্রিকার সাংবাদিক আক্তার হোসেন বাবুল, মানবজমিন পত্রিকার সাংবাদিক অলিউল আহসান কাজল, নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এসএম রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বনিক বার্তা পত্রিকার সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক, সহ সম্পাদক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ টুডে পত্রিকার সাংবাদিক এমদাদ খান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সাব্বির হোসাইন আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমার সংবাদ ও দি ডেইলি পোষ্ট পত্রিকার সাংবাদিক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক দৈনিক কালবেলার সাংবাদিক রাশেদ কামাল, এবং সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক নাগরিক টেলিভিশনের সাংবাদিক রাকিব হাসান। এছাড়াও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনন্দ টেলিভিশনের সাংবাদিক ম.ম. হারুন, আইন বিষয়ক সম্পাদক নাগরিক ভাবনা পত্রিকার সাংবাদিক গাউছ-উর রহমানসহ ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এদিকে, নব-নির্বাচিত কমটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।