কালকিনি প্রতিনিধি:
ঢাকা বেইলি রোড অগ্নিকান্ডে নিহত মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামের জিহাদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে ‘লাভ শেয়ার বিডি ইউএস’ নামে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও ঝালকাঠি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুহঃ আব্দুল হামিদ জমাদ্দার। সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, প্রধোনমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের পোগ্রামার রফিকুল ইসলাম তালুকদার, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আ.ন.ম শাহাদাৎ হোসেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, প্রকৌশলী সমির কুমার রজক
দাস, অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী মাকসুদা লিমা, উপ-কর কমিশনার মোঃ আল-আমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সাংবাদিক মানিক লাল ঘোষ ও নেক্সাস টেলিভিশনের কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর আমিন আল রশীদ প্রমুখ। তিতুমির কলেজের সহযোগী অধ্যাপক ও ঝালকাঠি অফিসার্স এসোসিয়েশনের শিক্ষা ও সাহিত্য সম্পাদক এস.এম কামাল উদ্দিন হায়দারের সঞ্চালনায় স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, লাভ শেয়ার বিডি ইউএসের প্রতিনিধি ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবি মোঃ আককাস সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নিহত ভোলার নয়নের বাবা কৃষক সিরাজ ফরাজী। উল্লেখ্য অগ্নিকান্ডে নিহত প্রায় অসহায় ২৫টি পরিবারের মাঝে নগদ ১৩ লাখ টাকা আর্তিক সহায়তা প্রদান করেন।