রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর টেকেরহাট বস্ত্র মালিক সমিতির আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার টেকেরহাট বাজারের আব্দুল আজিজ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে উক্ত সমিতির নবাগত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রধান উপদেষ্টা কাজী সিরাজুল ইসলাম।
জানা যায়, চলতি বছরের ১০ জানুয়ারি সন্ধ্যায় এক আলোচনা সভার মাধ্যমে ১০ জন বয়জৈষ্ঠ বস্ত্র ব্যবসায়ীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এসময় তারা মো.আলাউদ্দিন শেখকে সভাপতি ও মো.এমদাদ শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ওবাইদুর রহমান শেখ, সংগঠনের উপদেষ্টা আলহাজ¦ মো.সুরুজ বেপারী, বাবু বিপুল চন্দ্র সাহা, মো.হায়দার আলী, মো.সাহাদাত হোসেন, আলহাজ¦ মো.ইসমাইল মোল্ল, মো.আজলিম শেখ, মো.গিয়াসউদ্দিন মিয়া, মো.সাহাবুদ্দিন আহম্মেদ প্রমুখ। এছাড়া কমিটির সকল সদস্যবৃন্দ সহ টেকেরহাট বন্দরের বস্ত্র ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।