রংপুর প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
রোববার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে রংপুর-সৈয়দপুর হাইওয়ে সড়কের তারাগঞ্জ এলাকার ঘরিরামপুর বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম বনিতা রানী। তিনি রংপুর কোতোয়ালি থানার আলেয়া কুড়ি এলাকার ষষ্ঠী মহন্তের স্ত্রী।
ওসি মাহবুব মোর্শেদ জানান, সকাল ১১টার দিকে রংপুর থেকে সৈয়দপুরগামী বিআরটিসি বাসের সঙ্গে সৈয়দপুর থেকে রংপুরের দিকে ছেড়ে আসা নূরানী ট্রাভেলসের একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিআরটিসি বাসটি মহাসড়ক সংলগ্ন খাদে পড়ে এক জন নিহত এবং কমপক্ষে আট জন আহত হন।
আহতদের উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনায় মামলা হওয়ার কথা রয়েছে। তবে এখনও মামলা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.