Desher Khabor
ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজৈরে দুই গ্রামের সংঘর্ষ, আহত-২০

madaripurbarta
এপ্রিল ২৮, ২০২২ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজৈর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। বুধবার (২৭ এপ্রিল) রাত ৯ টার সময় উপজেলার টেকেরহাট বন্দরে এ ঘটনা ঘটে। পরে রাজৈর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো নিয়ে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলামের (নজু মেম্বার) ছোট ছেলেকে মারধর করে রাঘদি ইউনিয়নের ওয়ার্ড মেম্বার সাদ্দামের ভাই ও তার লোকজন। এরই জের ধরে মঙ্গলবার (২৬ এপ্রিল) সাদ্দামের ভাই টেকেরহাট আসলে পূর্ব স্বরমঙ্গলের কয়েকজন কিশোর তাকে মারধর করে। এ নিয়ে ঘোষালকান্দির লোকজনের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা এ সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। এসময় টেকেরহাট বন্দরের পোশাকের দোকানসহ সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।