মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে মোস্তফা শেখ (৫০) ও তার লোকজনের বিরুদ্ধে বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে ৯০ বছরের বৃদ্ধা আয়শা বেগম ও আবুল হোসেন (বক্কর) বেপারী(৬০) গুরুতর আহত হয়। শনিবার (৭ মে) দুপুরে উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে রঙের কাজ করা নিয়ে ঢাকায় আরিফ বেপারীকে (৩০) মারধর করে মোস্তফা ও তার লোকজন। পরে তাকে আবার পাল্টা মারধর করে আরিফ। এ ঘটনায় ঢাকার বাটারা থানায় মোস্তফা একটি মামলা করে। এতে আরিফকে প্রধান আসামীসহ মোট ৭ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় কিছুদিন কারাভোগ করে আরিফ জামিনে আসে। একপর্যায়ে তাদের সবাইকে জেল হাজতে পাঠাতে না পেরে মোস্তফা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জের ধরে ঈদের ছুটিতে বাড়ি এসে মোস্তফা ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আরিফ ও তার শশুর কাওসার কাজীর বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে তারা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে বৃদ্ধা আয়শা ও আবুল হোসেন গুরুতর হয়। হামলাকারীরা ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে জানা গেছে।
এব্যাপারে মোস্তফা শেখের বাড়ি গেলে তারা কেউ কথা বলতে রাজি হয়নি।
তদন্তকারী এস.আই আশিকুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।