Desher Khabor
ঢাকাবুধবার , ১৫ জুন ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের রাজৈরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-১, আহত-৩

madaripurbarta
জুন ১৫, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাজৈর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলায় বেলুন ফোলানো গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা জাহিদুল বেপারী (১৮) নিহত হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী ৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাচকাইচাইল গ্রামের মোস্তফা বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয়রা জানায়, বদরপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচনী এলাকায় গ্যাসের বেলুন বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে গ্যাস তৈরি করছিলো বিক্রেতা জাহিদুল, রাকিব(১৮) ও জুবায়ের মাতুব্বর(২২)। এসময় সিলিন্ডারটি অতিমাত্রায় গরম হয়ে বিস্ফোরণ ঘটে। এতে জাহিদুলের দুই পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একইসাথে রাকিব ও জুবায়েরসহ স্থানীয় শিশু আদনান মোল্লা(১২) গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।