রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ইতালি প্রবাসী মিজানুর রহমানের ভাড়া বাসার তালা ভেঙে চুরি করে পালিয়েছে চোরচক্র। মঙ্গলবার (৫ জুলাই) গভীর রাতে উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। মিজানুর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশ্চিম লখন্ডা গ্রামের বাসিন্দা। এসময় নগদ টাকা ও স্বর্ণালংকার সহ দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৫ দিন আগে আবাসিক এলাকার মকবুল মাস্টারের ৩ তলা ভবনের নিচ তলার একটি ইউনিটে ভাড়া আসে মিজানুরের পরিবার। গতকাল সন্ধ্যার দিকে তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেঝো মেয়ে বাসায় না ফেরায় তাকে খুঁজতে বের হয়। এসময় পরিবারের লোকজন বাসা তালাবদ্ধ অবস্থায় রেখে যায়। পরে রাতভর অনেক খোজাখুজি শেষে ভোরে এসে বাসার তালা ভাঙা দেখে দ্রুত ভিতরে প্রবেশ করে চুরির বিষয়টি নিশ্চিত হয়। এসময় চোরচক্র নগদ ৫০ হাজার, স্বর্ণালংকার ও ডিজিটাল টিভিসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে গেছে বলে জানান তারা।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।