জাহিদ হাসান:
মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” এই লক্ষ্যকে সামনে রেখে ২১ জুলাই বৃহস্পতিবার তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদারীপুরের চারটি উপজেলার ১২৬টি পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর করা হবে। পাশাপাশি মাদারীপুর সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ লক্ষে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে মাদারীপুর জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।