ডাসার প্রতিনিধি:
ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজার হাইস্কুলে মাঠে ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয় কলেজ ডি কে ব্লাড ডোনার্স (DKBDC) পক্ষ থেকে ফ্রী ব্লাড গ্রুপিং নির্ণয় পরীক্ষা করা হয়েছে।
ডি কে ব্লাড ডোনার্স ক্লাবের ভলান্টিয়ারা আজ (৩০ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা প্রর্যন্ত সংগঠন কার্যক্রম পরিচালনা করেন।এতে এলাকাবাসী স্কুল ও কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ৬ শতাধিক ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এসময়ে ডি কে ব্লাড ডোনার্স ক্লাব সংগঠনের ভলান্টিয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন,
কাজী রায়হান,রফিকুল ইসলাম রফি, রাব্বি ইসলাম, খন্দকার জিহাদ, ফারুক শিকদার, নাঈম ইসলাম, জাফর মাহমুদ,মাহমুদুল হাসান সান, রাজিব ইসলাম,রুবেল ফকির, সাইফুল ফকির, অলিউল ইসলাম অলি,খান ওবায়দুল, লাবনী জামান, আদুরী ইসলাম,সরাফত হাওলাদার,সিফাত,মাহফুজ,রিমন,আকাশ সহ আরো অনেকেই।
সংগঠনকে সার্বিক সহযোগিতা করেন শহীদ স্মৃতি মহাবিদ্যালয় কলেজের অধ্যক্ষ,শিক্ষকবৃন্ধ ও ছাত্রছাত্রীরা।
অধ্যক্ষ বলেন,ডি কে ব্লাড ডোনার্স ক্লাব (DKBDC) একটি মহৎ উদ্দেশ্য নিয়ে সামাজিক ও মানবিক কাজে তাদের সংগঠন সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করবে।আমরা তাদের সফলতা কামনা করি।