Desher Khabor
ঢাকাশুক্রবার , ১২ আগস্ট ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বিএন‌পি জামায়াত আ‌ন্দোল‌নের না‌মে নৈরাজ‌্য সৃ‌ষ্টি কর‌লে আমরা তা প্রতি‌হত করব: বাহাউ‌দ্দিন না‌ছিম

madaripurbarta
আগস্ট ১২, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতি‌নি‌ধি:

বিএনপি জামায়াত আ‌ন্দোল‌নের না‌মে য‌দি‌ কোন নৈরাজ‌্য সৃ‌ষ্টি ক‌রে তাহ‌লে আমরা তা শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে জনগণ‌কে স‌ঙ্গে নি‌য়ে মোকা‌বিলা করব। প্রতিহত করব ব‌লে বক্তব‌্য দেন বাংলা‌দেশ আওয়ামীলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউ‌দ্দিন না‌ছিম।

শুক্রবার সন্ধ‌্যায় জাতীয় শোক দিবস উপল‌ক্ষে জেলা শিল্পকলা একা‌ডেমীর মিলনায়ত‌নে ‌জেলা ছাত্রলীগ আ‌য়ো‌জিত ‘বঙ্গবন্ধু ও বাংলা‌দেশ’ শীর্ষক এক আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্যকা‌লে এই মন্তব‌্য ক‌রেন।

এসময় তি‌নি আ‌রো ব‌লেন, বঙ্গবন্ধু হত‌্যার স‌ঙ্গে খুনী জিয়া সরাস‌রি জ‌ড়িত। ৭৫ পরবর্তী‌তে বঙ্গবন্ধুর খুনী‌দের রাষ্ট্রীয় ভা‌বে দে‌শে বি‌দে‌শে পুনর্বাসন করে‌ছে এই খুনী জিয়া।

এসময় বাংলা‌দেশ আওয়ামীলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউ‌দ্দিন না‌ছিম বঙ্গবন্ধু‌কে হত‌্যার ক্ষেত্র তৈরীর জন‌্য জাসদ ও গণবা‌হিনীর দি‌কে ই‌ঙ্গিত ক‌রে ব‌লেন, যারা বঙ্গবন্ধুর আদর্শকে মে‌নে‌ নি‌তে পা‌রে‌নি। সেই তথাক‌থিত অতি‌বিপ্লবীরা একটি বা‌হিনী তৈরী ক‌রে রা‌তের অন্ধকা‌রে খ‌ুন, ডাকা‌তি আর আওয়ামীলী‌গের নেতাকর্মী‌দের হত‌্যা ক‌রে‌ছে। ছাত্রলী‌গের তরুণ প্রজন্ম‌কে জাসদ ও গণবা‌হিনীর ই‌তিহাস সম্প‌র্কেও স‌চেতন থাকার আহবান জানান।

মাদারীপুর জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জা‌হিদ হো‌সেন অ‌নি‌কের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক বা‌য়ে‌জিদ হাওলাদা‌রের সঞ্চালনায় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য প্রদান ক‌রেন জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি শাহাবু‌দ্দিন আহ‌মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ অন‌্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।