জাহিদ হাসান:
শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেণেড হামলার নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে রবিবার (২১ আগস্ট) সন্ধ্যায় পুরান বাজার দলীয় কার্যালয়ে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদুর রহমান মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জ্বল, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস আহমেদ হাওলাদার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।